শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্দোলনকারীরা রাজাকারের বাচ্চা নয়, ওরা এ দেশেরই সন্তান

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজাকারের বাচ্চা নয়, ওরা এ দেশেরই সন্তান। যারা আন্দোলনকারীদের অপমান করে, তারা এসে আমার সামনে দাঁড়াও। আমাকে গুলি কর,তবে মারার আগে তাদের দুই চড় মারব।

গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় ঐক্য প্রক্রিয়ার জ্যেষ্ঠ সদস্য প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর ৮৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় ঐক্য প্রক্রিয়া জন্মদিন অনুষ্ঠান ও আলোচনার আয়োজন করে।

ড. কামাল বলেন, ছেলেরা ন্যায্য প্রস্তাব নিয়ে যাচ্ছে। সংস্কারের প্রস্তাব করার অধিকার তাদের আছে। বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিল যেটা জাদুঘরে সংরক্ষিত আছে, তাতে লেখা আছে। তার নাম ভাঙিয়ে যারা সব সুযোগ-সুবিধা ভোগ করছে, সেই দলিলটায় কী লেখা আছে? এ দেশের মালিক জনগণ। তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এ সময় কয়লা চুরি প্রসঙ্গ টেনে তিনি বলেন, কয়েক দিন পর মাটি চুরি হবে। চুরির কথা বলা হচ্ছে, কিন্তু আইনানুগ কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে?

অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী, কোটা সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

আর পড়তে পারেন