বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আনন্দের অশ্রু’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৭, ২০১৭
news-image

 

শাহীন আলমঃ

সামাজিক ও পথ শিশুদের নিয়ে কাজ করা কিছু অধম্য তরুণদের হাতে গড়া সংগঠন ‘আনন্দের অশ্রু’র উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।  সম্প্রতি সিরাজগঞ্জের চৌহালীর কাজীপুরে ৮০ টি পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

আনন্দের অশ্রু’র সংগঠক তানিশা হাসান জয়া জানান, এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে সমাজের দুস্থ অবহেলিত মানুষ ও সুবিধা বঞ্চিত পথশিশুদের পাশে দাড়াঁবার জন্য। আমাদের এ ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্ঠায় আনন্দের অশ্রুকে একদিন আমরা বড় আকারে দাঁড় করাবো। এভাবে সমাজের বিত্তবানরা যদি আমাদের এ প্রচেষ্ঠায় শামিল হয় তাহলে সমাজ থেকে অভাব অনটন দূর করা সম্ভব। সমাজ সৃষ্টি হবে সম্প্রীতির মেলবন্ধন।

আরেক সংগঠক সুষ্মিতা জানান, ত্রাণ বিতরণসহ পথ শিশুদের নিয়ে এ কার্যক্রম ভবিষ্যতেও আমরা অব্যহত রাখবো। এখন সময় এসেছে আমাদের প্রচেষ্ঠায় দেশের বিত্তবান শরীক হওয়ার। সবে মিলে এসমাজ সুন্দর করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। উল্লেখ্য, ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন, ‘আনন্দ অশ্রু’র তানিশা হাসান জয়া, সুষ্মি, সাগর, রাহাত, মিরাজ, ফয়সাল, নিরব, লিয়া, হ্যাপী, মীম, শুভ, লিংকন, নবীন, ও তানজীল।

আর পড়তে পারেন