শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আদর্শ স্বামী হিসেবে কুমিল্লা জেলার পুরুষ সেরা!

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২, ২০১৯
news-image

 

অনলাইন ডেস্কঃ
কোনো মানুষকেই জেলার বৈশিষ্ট্যে ব্যাখ্যা করা যথোপযুক্ত নয়। কেননা জেলার বৈশিষ্ট্যে একজনকে মানুষ হিসেবে যাচাই করা উচিত না। তবুও আশেপাশের পরিবেশ ও পরিস্থিতির প্রভাব মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যে পড়ে বলে কিছুটা হলেও অভিজ্ঞতার খাতে ফেলে বলা যায় যে কোন জেলার পুরুষ আদর্শ স্বামী হিসেবে কেমন হবে। জেনে নিন বিভিন্ন জেলার পুরুষদের সম্পর্কে।

কুমিল্লা : কুমিল্লার ছেলেরা পরিবারের প্রতি যত্নশীল হয়ে থাকেন। বৌ আর সন্তানদের জন্য কঠোর পরিশ্রম করে থাকেন।

বরিশাল : বরিশালের ছেলেরা ধূর্ত আর চালাক হয়ে থাকে। তবে তারা পরিবারের বাইরের মানুষের সাথে চালাকি করলেও বা ধোকা দিলেও পরিবারের কারও জন্য জীবন পর্যন্ত দিতে পারেন। তাই বরিশালের ছেলেরা বৌকে ভালোবাসে অনেক বেশি।

যশোর : যশোরের ছেলেরা অনেক বেশি বোকা আর সহজ-সরল হয়ে থাকে। বৌকে তারা অসম্ভব পরিমাণে ভালোবাসে।

টাংগাইল : টাঙ্গাইলের ছেলেরা অনেক গোঁয়ার হয় তবে অনেক বেশি কর্মঠও হয়ে থাকে। তাই পড়াশোনা ও পেশায় তাদের ছাড়িয়ে যাওয়া বেশ মুশকিল। এছাড়া টাঙ্গাইলের ছেলেরা বউদের অনেক বেশি ভালোবাসেনও।

মাদারিপুর : মাদারীপুরের ছেলেরা যেমন চালাক হয় তেমনি বউদের কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় সে বিষয়ে ভীষণ পারদর্শী।

পুরান ঢাকা : পুরান ঢাকার ছেলেরা বেশিরভাগই বাবার টাকায় খেতে পছন্দ করে। ফলে ব্যবসাই তাদের একমাত্র সম্বল। তাছাড়া অনেকটা অলস প্রকৃতিরও হয়ে থাকে।

দিনাজপুর : দিনাজপুরের ছেলেরা অনেক বেশি সহজ-সরল হয়ে থাকে।

বগুড়া : বগুড়ার ছেলে অনেক চালাক হয়ে থাকে। তবে একের অধিক বিয়ে করার প্রবণতা রয়েছে।

নরসিংদী : নরসিংদীর ছেলেরা কম সময়ে বড়লোক হতে চায়। এজন্য নানা ধরনের অপরধমূলক কাজে জড়িয়ে যায়। তবে বউদের ভালোবাসে বেশি।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ছেলেরা মিশুক, বন্ধুপাগল বা বন্ধুপ্রেমী হয়। বউভক্তিও তাদের রক্তে মিশে আছে।

চট্টগ্রাম : চট্রগ্রামের নিজেদের গোত্রের বা জেলার মেয়েদেরই বেশি পছন্দ করে কারণ তারা যৌতুক নিতে পছন্দ করে। তবে বউকে ভালোবাসেও বেশি।

সিলেট : সিলেটের ছেলেরা অন্য জেলার মেয়েদের বিয়ে করতে চায় না। বউদের পর্দার মাঝে রাখতেই তারা বেশি পছন্দ করে।

রংপুর : রংপুরের ছেলেরা অনেক বেশি বোকা আর মাদকাসক্ত হয়ে থাকে। বউ পেটানোর অভ্যাসও রয়েছে প্রচুর।

খুলনা : খুলনার ছেলেরা বোকা ভাব ধরে থাকে ঠিকই কিন্তু ভেতরে অনেক বেশি চালাক। সুন্দরী মেয়েদের বেশি পছন্দ করে সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক।

কুষ্টিয়া : কুষ্টিয়ার ছেলেরা অনেক বেশি বিপদজনক হয়ে থাকে। ফলে স্বামী হিসেবেও তারা বিপদজনক। কথায় কথায় আত্মহত্যার হুমকি দেয়।

ময়মনসিংহ : ময়মনসিংহের ছেলেরা স্ত্রীপ্রিয় হয়ে থাকে।

ব্রাক্ষ্মণবাড়িয়া : ব্রাক্ষ্মণবাড়িয়ার ছেলেরাও বৌকে অনেক ভালোবাসে।

রাজশাহী : রাজশাহীর ছেলেদের কিছুটা চারিত্রিক সমস্যা রয়েছে।

পাবনা : পাবনার ছেলেরা মেয়েদের মত কুটনামি করতে পছন্দ করে।

ফরিদপুর : ফরিদপুরের ছেলেরা চাপা স্বভাবের হয়ে থাকে। ফলে বৌ এর সাথে মনোমালিন্য হলে সংসারে ঝামেলার সৃষ্টি করে।

চাঁদপুর : চাদপুরের ছেলেরা সংসারী হয়ে থাকে।

চাপাই নবাবগঞ্জ : চাপাই নবাবগঞ্জের ছেলেরা সরল মনের হয়ে থাকে।

গাজীপুর : গাজীপুরের ছেলেরা সংস্কৃতমনা হয়ে থাকে। অনেকটা আধুনিক মনস্কা হয়ে থাকেন তারা।

নারায়নগঞ্জ : নারায়নগঞ্জের ছেলেরা বৌদের শাসন করতে বেশি পছন্দ করে।

আর পড়তে পারেন