শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড্ডা ডিগ্রী কলেজের অধ্যক্ষের উপর হামলাকারী দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩১, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
বরুড়ার আড্ডা ডিগ্রী কলেজের অধ্যক্ষের উপর হামলাকারী দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ১২ আগষ্ট শনিবার গভর্ণিং বডির মিটিংয়ে কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের দুই জামাতা শিক্ষক মোঃ আজিজুল হক (প্রভাষক- অর্থনীতি বিভাগ) এবং মোঃ এনামুল হক ( সহকারী অধ্যাপক হিসাবাবিজ্ঞান বিভাগ) কে অধ্যক্ষের উপর হামলার দায়ে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এই প্রেক্ষিতে ,গত ২৬ আগষ্ট আনুমানিক বেলা ১১টার সময় কয়েকজন শিক্ষকের উপস্থিতিতে অধ্যক্ষ সহিদুল আলম উভয় শিক্ষককে সাময়িক বহিষ্কারের চিঠি হস্তান্তর করেন। উল্লেখ্য যে, চলতি বছরের ১৩ই মার্চ প্রতিষ্ঠাতা পরিবারের এই দুই জামাতা শিক্ষক কর্তৃক কলেজের অধ্যক্ষ সহিদুল আলমের উপর অতর্কিত হামলা চালানো হয়।ঘটনার দিন অধ্যক্ষ সহিদুল আলম নিজে বাদী হয়ে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে বরুড়া থানায় মামলা দায়ের করেন ( যার নং- ১৩/৬৯ এবং ধারা ১৪৩,৪৪৮,৩২৩,৩২৫,৩০৭,৪২৭ এবং ৫০৬) । ঘটনার পরেরদিন ১৪ই মার্চ অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে শিক্ষক পরিষদ কর্তৃক মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনের দিন এবং পরবর্তী ২দিন পর্যন্ত কতিপয় ছাত্র এবং কয়েকজন বহিরাগত বখাটে প্রভাবশালী মহলের ইন্ধনে শিক্ষকদের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেয় এবং কলেজে এসে তা-ব চালায়,ফলে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।এই প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অধ্যক্ষ কর্তৃক বরুড়া থানায় নিরাপত্তা চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ ফোর্স পাঠান,এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনাসমূহের প্রেক্ষিতে কলেজ গভর্ণিং বডি গত ২০ মার্চ জরুরী সভায় মিলিত হয়ে উক্ত দুই শিক্ষককে সাময়িক বহিষ্কারের লক্ষ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদানের জন্য অধ্যক্ষকে দায়িত্ব প্রদান করা হয়। গভর্ণিং বডির মিটিংয়ের এই সিদ্ধান্তের পর অধ্যক্ষ সহিদুল আলম ০৭(সাত) দিনের সময়সীমা বেঁধে দিয়ে ওই দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।পরে ওই শিক্ষকদ্বয় ঔদ্ধত্যপূর্ণ ভাষায় উক্ত নোটিশের জবাব প্রদান করায় পুনরায় অধ্যক্ষ কর্তৃক দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ প্রদান করলে তারা কোনো প্রকার জবাব দেওয়া থেকে বিরত থাকে। অবশেষে গত ১২ আগষ্ট গভর্ণিং বডির মিটিংয়ে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর অধ্যক্ষের উপর হামলার দায়ে সর্বসম্মতিক্রমে ওই দুই শিক্ষককে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

আর পড়তে পারেন