শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আজকের তরুণদের বুকে আগুন জ্বলেনা, তারা ফেইসবুকে সীমাবদ্ধ থাকেন: কুবি উপাচার্য

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৭, ২০২১
news-image

কুবি প্রতিনিধি:
আজকের তরুণদের বুকে আগুন জ্বলেনা। আজকের তরুণেরা শুধুমাত্র ফেইসবুকে সীমাবদ্ধ থাকেন। আমাদেরকেই এগিয়ে নিতে হবে তরুণদের। যেমনটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণদের নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। আর আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবসটির উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

রোববার (৭ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের স‚চনা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য।

লোকপ্রশাসন বিভাগের প্রভাষক ফয়জুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য আরও বলেন, আজকের এ দিনটি বাংলাদেশ এবং বাঙালিদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বঙ্গবন্ধুর এ ভাষণটি যতবারই শুনি অনুভূতি একইরকম লাগে। এটা একটা ঐতিহাসিক দলিল। এ দলিল শুধু শুনলেই হবে না, তা বুকে ধারণ করো বাস্তবে নিয়ে আসতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন