শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজকের কুমিল্লায় সংবাদ প্রকাশের পর নগরীর স্ল্যাপের গর্তে ঢাকনা স্থাপন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৮, ২০১৮
news-image

 

আশিকুর রহমান আশিকঃ
“দৈনিক আজকের কুমিল্লা” অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর কুমিল্লা নগরীর জিলা স্কুলের প্রাচীরের সামনের ড্রেনের উপর স্থাপিত স্ল্যাপের গর্তগুলোতে ঢাকনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে দুর্ঘটনার কবল থেকে মুক্তি পেল পথচারি ও শিক্ষার্থীরা ।

৬ জুন আজকের কুমিল্লা অনলাইনে “কুমিল্লা সিটি কর্পোরেশনের ড্রেনের উপর করা স্ল্যাপের গর্ত এখন মৃত্যুকূপ” শীর্ষক একটি সংবাদ প্রকাশ করা হয়। এরপর ৭ জুন বিকেলে গর্তগুলোর উপরে কাঠের ঢাকনা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, কুমিল্লা জিলা স্কুলের প্রাচীরের বাইরের ড্রেনের উপর বড় বড় স্ল্যাপ স্থাপন করে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আর এ স্ল্যাপগুলোতে বড় বড় চার কোনাকার গর্ত করা হয়,যা পথচারি ও স্কুল শিক্ষার্থীদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছিল। প্রায় স্ল্যাপগুলোর গর্তে পড়ে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। সম্প্রতি এসব বড় বড় গর্তে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে প্রায় ৯টি।

আর পড়তে পারেন