শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আজকের কুমিল্লায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে পিন্টু খানের বক্তব্য

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৯, ২০২০
news-image

 

প্রেস বিজ্ঞপ্তি:
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) কুমিল্লা থেকে প্রকাশিত ‘দৈনিক আজকের কুমিল্লা’ পত্রিকার অনলাইন ভার্সন ও চ্যানেল বাংলাদেশের অনলাইন ভার্সনে ‘‘কুমিল্লা ইপিজেড এলাকায় পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করছে প্রবাসী ব্যবসায়ী’’ শিরোনামে এবং ফেসবুক পেজ থেকে শেয়ার দেয়া একটি ভিডিও সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে চলতি বছর কুমিল্লার সিটির ইপিজেড এলাকায় মানুষের নিত্যদিনের ব্যবহৃত প্রায় ১০ শতক পরিমাণ একটি পুকুর কিনে ভরাটসহ আমার বিরুদ্ধে বিভিন্ন কাহিনী সম্বলিত সংবাদ প্রকাশিত হয়। যা সত্য নহে । আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হচ্ছে, আমি একজন প্রবাসী। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এরই প্রেক্ষিতে আমি যাবতীয় নিয়ম-কানুন অনুযায়ী কুমিল্লা মহানগরীর উনাইসার মৌজায় আমার স্ত্রীর নামে ১০ শতক একটি জায়গা ক্রয় করি। সংবাদে জায়গাটি পুকুর হিসেবে উল্লেখ করা হলেও মূলত জমির শ্রেণী ভিটি। আর কাগজপত্রে ভিটি হওয়ার কারণেই আমি জয়গাটি ক্রয় করি। যার যাবতীয় প্রমাণাদি আমার কাছে সংরক্ষিত আছে। দ্বিতীয়ত. জায়গাটি ক্রয় করার সময় তাতে কিছুটা ময়লা-আবর্জনায় ছিল। যা আশে-পাশের পরিবেশ দূষিত করে। স্থানীয়দের অনুরোধে আমি নিজস্ব অর্থায়নে ময়লা-আবর্জনা সমূহ পরিষ্কার করলেও দূষিত পানি জমে থাকায় আশে-পাশে দুর্গন্ধ ছড়ায়। এমতাবস্থায় আমি ১০ (দশ) ট্রাক বালি পেলে পরিবেশের ভারসাম্য রক্ষা করি। এতে ওই এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ সন্তুষ্ট হয়ে আমাকে ধন্যবাদ জানায়। বর্তমানে জায়গাটি পরিবেশবান্ধব ও সুরক্ষিত হওয়ায় স্থাণীয় বাসিন্দারা নিশ্চিন্তে বসবাস ও চলাফেরা করতে পারছে। এছাড়া, সংবাদে প্রতি শতক জয়গা ৩১ লাখ টাকা দিয়ে কেনার কথা উল্লেখ করা হলেও তা সঠিক নয়।

প্রতিবাদান্তে-

মোঃ এনামুল কবীর খান পিন্টু
সৌদি আরব প্রবাসী।

আর পড়তে পারেন