শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজকের কবিতা-শুদ্ধাচার

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০১৮
news-image

সিত্তুল মুনা সিদ্দিকা•


কোন আলোতে শেখাও তুমি
কে যে ছিলো গুরু?
চোখের জ্যোতি পাওয়ার পরই
শিক্ষা জীবন শুরু।


সুদ্ধাচারে কাটিয়ে জীবন
শিক্ষা থাকে অনঢ়,
নীতি প্রশ্নে হয় না আপোস,
যতোই আসে ঝড়।


সাধক চেয়ে দেখছে কেবল
শক্তি দেখায় মসি,
শিক্ষার্থীদের বোধের রাজ্যে
আসন পেতে বসি।


ভালোটাকে চেনে সবাই
হোকনা ছোট বড়,
সময় মতো বুঝে নেবে
মিথ্যে জড়সড়।


বিরাণ ভূমি সবুজ করে
ছুটছে দক্ষিণা মলয়,
চিত্তটাকে শুদ্ধ করে
আবেশীত প্রলয়।

আর পড়তে পারেন