শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী সংসদ নির্বাচন আওয়ামীলীগের জন্য চ্যালেঞ্জিং -পরিকল্পনা মন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০১৭
news-image

রকিবুল হাসান রকি:
আগামী সংসদ নির্বাচন হবে আওয়ামীলীগের জন্য একটি কঠিন নির্বাচন। তাই গত ২০১৪ সালের জাতীয় নির্বাচন এবং তার পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলের মধ্যে যে সকল সমস্যা হয়েছিল, সে সকল সমস্যাগুলো চিহ্নিত করে বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দলের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী দিনে আমাদের একটি লক্ষ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নৌকা মার্কাকে ভোটের মাধ্যমে জয় করা। উপজেলার শিক্ষিত যুবকদের বিভিন্ন কর্মসংস্থানে কাজের মাধ্যমে তাদের বেকারত্ব দূর করা হবে। এছাড়াও আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতাদেরকে সার্টিফিকেট দেয়া হবে যাতে করে ভবিষ্যতে চাকরীর ক্ষেত্রে তারা সুবিধা ভোগ করতে পারে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা নিয়ে মন্ত্রী বলেন,আগামী চার মাসের মধ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চার লেনের কাজ শুরু করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই কাজ সম্পন্ন করা হবে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উপজেলা আওয়ামীলীগের কর্মী সমাবেশ মঙ্গলবার বিকেলে লালমাই কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে লালমাই কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফ.সি.এ লোটাস কামাল এমপি।তিনি বলেন, হানাহানি ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আমি রাজনীতি করি মানুষের মনকে জয় করার জন্য। সমাজ ও দেশের মানুষকে ভালবাসার মধ্য দিয়ে সকলকে রাজনীতি করতে হবে।উপস্থিত আওয়ামীলীগ ও তার সঙ্গ সংগঠনের নেতা কর্মীদের লক্ষ্য করে বলেন কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,লাঙ্গলকোট উপজেলার চেয়ারম্যান সামসুদ্দিন কালু, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার।উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক বি.কম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন কামাল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুম হামিদ, সহ-সভাপতি মোস্তফা হোসেন বাচ্চু,যুগ্ম সাধারন সম্পাদক ফারুক চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক প্রফেসর জহিরুল হক,প্রচার সম্পাদক আব্দুর রব,জেলা শ্রমিকলীগ আহবায়ক মো: জাকির হোসেন মৈশান, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম মজুমদার,মহিলা প্যানেল চেয়ারম্যান সালমা আক্তার বিউটি,উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মোতালেব,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইফুদ্দিন পাপ্পু, ছাত্রলীগের আহবায়ক আয়াত উল্লা প্রমুখ।

আর পড়তে পারেন