শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী মাসেও পিয়াজের বাজার নাজুক থাকবে

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

প্রায় দেড় বছর করোনায় স্থবির থাকা পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যের দাম। এতে ক্রমেই অস্থির হচ্ছে নিত্যপণ্যের বাজার। ওদিকে এ রকম অস্থিতিশীলতার মধ্যেই রান্নার অতি প্রয়োজনীয় অনুষঙ্গ পিয়াজ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বলেছেন, ভারতের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি এবং দেশের বাজারে নতুন পিয়াজ আসতে দেরি হওয়ায় আগামী একমাস পিয়াজের বাজার নাজুক থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে পিয়াজ, চিনি ও ভোজ্যতেলের সব ধরনের আমদানি শুল্ক আপাতত স্থগিত রাখতে এনবিআরকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বলেন, আমরা চারদিক থেকে চেষ্টা করছি যতটা নিয়ন্ত্রণে রাখা যায়। এক মাস ধরে বাড়তি দাম থাকার কথা বলা হচ্ছে।

আর পড়তে পারেন