শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামীকাল চাঁদপুরে উপজেলা-ইউনিয়ন পরিষদ ও সদস্য পদের উপ-নির্বাচন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৯, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৭টি ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল ২০ অক্টোবর মঙ্গলবার। মৃত্যুজনিত কারনে ঐসব পদগুলো শূণ্য হওয়ায় নির্বাচন কমিশন এ উপ-নির্বাচনের আয়োজন করে।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ৬টি ইউনিয়নের ৫৭টি কেন্দ্রে এক লাখ ৭৩ হাজার ১৮১ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও জেলার ৩ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৭৪ হাজার ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদের মধ্যে কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ হাজার ৮১৯ জন, গোহাট উত্তর ইউনিয়নে ২০ হাজার ৬৯৭ জন, মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে ভোটার সংখ্যা ১০ হাজার ৭২৯ জন, সুলতানাবাদ ইউনিয়নে ১৫ হাজার ৪৪৬ জন ও শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নে ভোটার সংখ্যা ৭ হাজার ৪৪২ জন।

চার উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ সদস্য পদের মধ্যে- কচুয়ার গোহাট উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড, মতলব উত্তরের মহনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড, ফতেহপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড, শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড, চিতোষী পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং হাজীগঞ্জের কালচোঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে সকল ভোটগ্রহণকারী, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণের ভোটগ্রহণ পদ্ধতির প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে সকল নির্বাচনী প্রস্ততি গ্রহণ করেছে স্ব স্ব উপজেলা নির্বাচন কার্যালয়। এতে স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। এদিকে চাঁদপুর জেলার ৪ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ ও ৭টি ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) আইন-শৃংখলা রক্ষার্থে অফিসার ও ফোর্সদের নিয়ে বিফ্রিং করেছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার)।

আর পড়তে পারেন