মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“আকাশ বার্তা বরুড়া” নামক ভুয়া ফেসবুক আইডি দিয়ে নানান মিথ্যাচারের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২১, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ায় আকাশ বার্তা বরুড়া নামক ফেসবুকে ভুয়া আইডি দিয়ে মানুষকে জড়িয়ে নানান মিথ্যাচারের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে কোনো এক ব্যক্তি তার অসৎ উদ্দেশ্য লুটানোর জন্য ফেসবুকে একটি ভুয়া একাউন্ট খুলে তাতে পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, সমাজকর্মীসহ অনেক ভালো মানুষের নামে নানান মিথ্যাচার করে বেড়া”েছ। যাতে করে সেসব ভালো মানুষদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে মারাত্মকভাবে।

গত ২১ শে অক্টোবর ২০১৮ইং তারিখে সেই আইডি থেকে বরুড়ার আড্ডা ইউনিয়নের চেয়ারম্যানসহ পুলিশ প্রশাসনকে জড়িয়ে কয়েকজন সুশীল নাগরিকের বিরুদ্ধে একটি পোস্ট করে ।

এই পোস্টে আড্ডা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নেতিবাচক আচরণ তুলে ধরা হলেও, চেয়ারম্যান জাফর উল্যাহ চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি জীবনে একটি সিগারেটও মুখে তুলিনি, কিন্তু আমাকে বানানো হলো ইয়াবার গডফাদার! সেই সাথে আড্ডা ইউনিয়ন যুবদল নেতা সাজ্জাদ হোসেন বাবুলকে নিয়ে একটি ভুয়া তথ্যের পোস্ট করা হয় সেই আইডি থেকে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সেই ভুয়া আইডি সনাক্ত এবং আইডি ব্যবহারকারীকে অতিশীঘ্রই আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ প্রশাসন।

আর পড়তে পারেন