শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আইসিএলএ গ্রুপের এমডি শফিকুর রহমানকে গ্রেফতার ও গ্রাহকদের আমানতের টাকা ফেরতের দাবীতে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার

কুমিল্লায় আইসিএল গ্রুপের এমডি এইচএনএম শফিকুর রহমান ও তার স্ত্রীর প্রতারণায় নিঃস্ব হওয়া হাজার হাজার গ্রাহকদের আমানতের টাকা ফেরত ও তাদের গ্রেফতার করে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লা নগরীর প্রেসক্লাবের সামনে আইসিএল এর ক্ষতিগ্রস্থ গ্রাহক সমন্বয় পরিষদ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, আইসিএল গ্রুপের এমডি এইচএনএম শফিকুর রহমান ও তার স্ত্রীর প্রতারণার শিকার হাজার হাজার পরিবার আজ নিঃস্ব। শত শত যুবকদের চাকুরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত গ্রহন করে টাকা আত্মসাৎ করায় তাদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এই শফিক। আইসিএলের এমডি ও তার স্ত্রী গ্রাহকদের আমানতের কমপক্ষে একশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আমানত ও ডিপোজিটের টাকা ফেরত পেতে সরকারের দৃষ্টি আকর্ষন করেন এবং অবিলম্বে আইসিএল গ্রুপের এমডি এইচএনএম শফিকুর রহমানকে গ্রেফতার করে বিচারের দাবি ও গ্রাহকদের আমানতের টাকা ফেরতের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ গ্রাহক সমন্বয় পরিষদের আহবায়ক সাবেক সেনা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব কাজমীর, আমানতকারী মোঃ ইউনুস মিয়া, আব্দুল গফুর, বিপ্লব , রেশমা আক্তারসহ অন্যান্যরা।

 

আর পড়তে পারেন