শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অর্থের অভাবে উন্নত চিকিৎসা পাচ্ছেন না মুক্তিযোদ্ধা লতিফ

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৫, ২০১৭
news-image

এম.ডি আজিজুর রহমান/ সাকিব আল হেলাল :
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোশবাস (উঃ) ইউনিয়নের দেওয়াননগর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল লতিফ (৭০) ১৩ মে শনিবার আদমসার বাজারে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কুমিল্লা নগরীর ট্রমা সেন্টার হাসপাতালে মানবেতর জীবন যাপন করছেন।

কর্মরত চিকিৎসক জানান, তার হাতে, পায়ে মারাত্বক ভাবে আঘাত পেয়েছে, তার একটা পা পুরোপুরি ভেঙ্গে গেছে। প্রাথমিক পর্যায়ের চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নতি চিকিৎসা না হলে সম্ভবত পা কেটে ফেলতে হবে।

উল্লেখ্য, তিনি ১৯৭১ সালে যুদ্ধকালিন কুমিল্লা ২ নম্বর সেক্টরে বীর-মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম মিলন এমপির অধীনে কাজ করেন।

মুক্তিযোদ্ধা আবদুল লতিফ জানান, মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া সরকারি কোন সুযোগ সুবিধা পাননি । তিনি গত কয়েকদিন যাবত পঙ্গুত্ব নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পরেছে। তিনি সরকারের কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

আর পড়তে পারেন