বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অর্থমন্ত্রীকে প্রধান উপদেষ্টা করে বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩০, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:
শতবর্ষ উদযাপন লক্ষ্যে বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ এমপিকে প্রধান উপদেষ্টা করে ২৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ারকে আহ্বায়ক ও ঢাকাস্থ ব্যবসায়ী মোঃ কামাল হোসেনকে সদস্য সচিব করে ৬৭ সদস্য বিশিষ্ট একটি উদ্যাপন কমিটি গঠিত হয়েছে।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন (এসএসসি ব্যাচ অনুযায়ী)-ভাষাসৈনিক মো: তাজুল ইসলাম শিকারপুরী, লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হামিদ বিএ, বেক্সিমকো ফার্মার সাবেক ম্যানেজার মো: সামছুল হক, লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক বিকম, বীরমুক্তিযোদ্ধা আবদুল লতিফ মজুমদার, ডা: সুভাষ চন্দ্র সুত্রধর, মো: সামছুল হক, লোটাস কামাল গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মো: ওয়াহিদুর রহমান মজুমদার, একেএম আমিনুল ইসলাম সিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলা, প্রাক্তন অতিরিক্ত সচিব মো: হারুনুর রশীদ, মো: সামছুদ্দীন, ডা: মো: সফিকুল ইসলাম, কৃষিবিদ ভাগ্যরাণী বনিক, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: কুদরত উল্যাহ, ডা: শ্রী কৃষ্ণ বনিক, অধ্যাপক মো: ফরহাদুল ইসলাম ভুঁইয়া, শিল্পপতি মো: মামুন অর রশিদ, এলজিইডি’র নির্বাহী
প্রকৌশলী (প্রকিউরমেন্ট) মোঃ আবদুস সাত্তার, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি মোঃ শাহজালাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষনা সংস্থা (নাসা)’র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষক মোঃ জসিম উদ্দিন।

যুগ্ম আহ্বায়কগণ হলেন-কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ সফিকুর রহমান, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহাম্মেদ, ব্যবসায়ী আর ডি রনি, ফ্রান্স প্রবাসী মোঃ আলমগীর হোসেন অপু, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ হায়াতুন্নবী, ঢাকাস্থ লালমাই উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর ডোমেস্টিক ট্যুরিজম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো: মাহবুব হোসাইন সুমন।

সদস্যরা হলেন-একেএম হাসান সাঈদ তুহিন, মোঃ দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম সওদাগর, অধ্যাপক মোঃ রুহুল আমিন, হারুনুর রশীদ সর্দার, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ কামাল হোসেন (ইউনিভার্সেল কামাল), মোঃ নুরুল ইসলাম, মোঃ সোলাইমান মেহেদী, অমর কৃষ্ণ বনিক মানিক, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আয়েত আলী, মোঃ ইমাম হোসেন, শাহরিয়ার মোঃ হাসান, ডাঃ অমৃত কুমার দেবনাথ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হাবিবুর রহমান, মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, মোঃ মিজানুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ নূরে আলম ইকবাল, আবদুর রহিম, পুলিশ পরিদর্শক মোঃ আবু তাহের, বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, মোঃ লোকমান হোসেন, মোঃ হাসান ইমাম রবিন, কাওছার মোর্শেদ মজুমদার, মোঃ হাবীবুর রহমান, মোঃ
মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম মোহন, সুমন রায় চৌধুরী, আবু রুবায়েত ফখরুদ্দীন নয়ন, সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ দিদার হোসাইন, মোঃ কাজী কামরুল হাসান ভুট্টু, সফিউল্লা মিয়াজী, মোঃ মোতাহের হোসেন সুজন, মোঃ শামছুর রহমান শিমুল, ডা: হাসান মহিউদ্দিন ইভান , মোঃ শরীফ মজুমদার, মোঃ জসিম উদ্দিন, মোঃ আবদুল বাতেন, মোঃ আবদুল হান্নান মিয়াজী, মোঃ রবিন মজুমদার, আবদুর রহমান, মাঈন উদ্দীন মহিন, সাইফুল ইসলাম শান্ত, মাহমুদুল হাসান লিয়ন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ এনামুল হক, মোঃ গোলাম মহিউদ্দিন, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, রায়হানুল ইসলাম জুয়েল, মোঃ আরিফুর রহমান, কামরুল আহসান আসিফ, আরিফুল ইসলাম রাব্বি ও হাবিব উল্লা পাভেল।

শতবর্ষ উদ্যাপন কমিটির সদস্য সচিব মো: কামাল হোসেন জানান- শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নাম রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিষ্ট্রেশনের জন্য বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উল্লেখিত স্থান, মোবাইল নাম্বার বা হটলাইন নাম্বারে (বাগমারা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক: ০১৭০৫-৪০৫১৬৪, হাবীব: ০১৭১১-১৫৭২১৭, হান্নান: ০১৭১১-৯৫৩৮৫১, ইকবাল: ০১৭১১-৩৭৪৭২৭। কুমিল্লা: মি. সফিক-০১৭২১-৬০৯৮৪০, ইউনিভার্সেল কামাল: ০১৭১৬-৩৯৫২২৩। ঢাকা: সুজন: ০১৭১৯- ৭৮১১২০। চট্টগ্রাম: মি.দেলোয়ার: ০১৭১৬-১৭০০৫৭, হটলাইন: ০১৭১১-৫২১৯২১, ০১৭১২-৪৪৫৭৫৯, ০১৬৭০-৯১৬৭৭৫, ০১৭২৬-৩২৬৩৬৩, ০১৭১১-৩২৬২০৬) যোগাযোগ করতে পারবেন। এই ওয়েবসাইট (www.bagmarahighschool.org) এ গিয়েও অনলাইনে রেজিষ্ট্রেশন করা যাবে। আগামী ৩১ ডিসেম্বর ২০২০ খ্রি. পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। রেজিস্ট্রেশন ফি প্রতিজন পাঁচশত টাকা এবং অধ্যয়নরত ছাত্র (এসএসসি ২০১১ হতে) প্রতিজন তিনশত টাকা।

শতবর্ষ উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক)
মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, দক্ষিণ কুমিল্লার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি আগামী বছর শতবর্ষে পদার্পণ করবে। শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখার জন্য বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ও শতবর্ষ উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি র অনুমতি সাপেক্ষে আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শতবর্ষ উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে নাম নিবন্ধন শুরু হয়েছে। এই বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী শতবর্ষ উদযাপনকে সফল ও অংশগ্রহণমূলক করতে আন্তরিকভাবে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করছি।

 

আর পড়তে পারেন