শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অমর কীর্তিমান

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৪, ২০১৯
news-image

 

ওমর বিন এনামঃ

আকাশ সীমায় মেঘছায়া,

সূর্যের দ্যুতি ছড়াতে বাঁধা।

একটি সুন্দর সোনালি দিনের প্রত্যাশা,

জনতার বহুদিনের, এক সুতোয় গাঁথা।

কিন্তু কবে পাবে এর পূর্ণতা,

দিনাদিন যে বেড়েই চলছে অভ্রকালো ঘনঘটা!

বিম্বে পাক শাসক গোষ্ঠীর অজস্র যন্ত্রণা,

ক্ষমতার হিংস্র রোষানলে নিষ্পেষিত জনতা।

করুণস্বরে একটিই মাত্র তাদের প্রার্থনা-

মুক্ত কর আমাদের এ আবদ্ধতা।

ক্রমেই বাড়ন্তে প্রহরিত অপেক্ষা,

অবশেষে লীনে বহমান দীর্ঘ অব্যক্ততা।

অবসানের নিমিত্ত বহু বছরের প্রতিক্ষা,

আবির্ভূত বঙ্গবন্ধু দ্রোহের কোনো দেবতা।

৭ই মার্চে যার মুখ বিচ্ছুরিত অনির্বাণ বক্তৃতা।

জ্বলে উঠে দ্রোহের তারা,

সর্বস্বে ঝাপিয়ে সর্বস্তরের জনতা।

ছিনিয়ে নিয়ে বাংলার স্বাধীনতা,

অঙ্কিত কোনো সবুজ মাঝে রক্তিম আভা।

১লক্ষ ৪৭হাজার ৫৭০ বর্গ কিঃমিঃ যার প্রশস্ততা।

ফলশ্রুতিতে, আমরা আজ দম্ভভরে বিচরণে স্বাধীন চিত্তে বসবাসরত জনতা।

আর পড়তে পারেন