মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় অভিজ্ঞ খন্দকার মোশারফ ও নবীন মেরীর লড়াই

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১০, ২০১৮
news-image

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
কুমিল্লা-২ আসনে সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশারফ হোসেনের সঙ্গে লড়ছেন নারী উদ্যোক্তা সিআইপি সেলিমা আহমাদ মেরী।

ড.খন্দকার মোশারফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সেলিমা আহমাদ মেরী কুমিল্লা (উ.) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

স্থানীয় লোকজন এই লড়াইকে ভিআইপি এবং সিআইপির লড়াই হিসেবে দেখছেন। ড. খন্দকার মোশাররফ হোসেন অবশ্য কুমিল্লা-১ আসনেও নির্বাচনে প্রার্থী হয়েছেন। তবে কুমিল্লা -২ আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত।

এ আসনের বিএনপির ভিআইপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রার্থী হওয়ায় উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। তবে স্থানীয় প্রার্থী না থাকায় জনগণের মধ্যে তেমন আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। এ সুযোগটা কাজে লাগাতে চাইছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদ মেরী।

এদিকে দলীয় মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ বিদ্রোহী প্রার্থী হিসেবে (স্বতন্ত্র) মনোনয়ন জমা দিলেও তার মনোনয়ন বাতিল হয়। তাই তার অনুসারী নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামতে শুরু করেছেন।

দলের নেতাকর্মীদের প্রত্যাশা, ঐক্যবদ্ধভাবে কাজ করলে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়ে চমক সৃষ্টি করবেন।

আর পড়তে পারেন