শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবৈধভাবে গ্যাস সরবরাহের সময় ৬০২টি সিলিন্ডারসহ আটক ১৭ জন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ফেনীর দেবীপুরে সিএনজি ফিলিং ষ্টেশন থেকে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১ লক্ষ ৮৩ হাজার ৪০০ টাকাসহ ১৭ জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।এসময় ৬০২ টি সিলিন্ডার ও ৫টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

রবিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে ফেনীর দেবীপুর এলাকার “মেসার্স প্রাইম সিএনজি ফিলিং ষ্টেশন লিঃ” হতে সিলিন্ডারে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১৭ জনকেহাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফেনীর সদর উপজেলার উত্তর শর্শদী খানের বাড়ি গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মোঃ তাহের (৩৩), ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম সবু গ্রাম গ্রামের মজিবর রহমানের ছেলে মোঃ সাইদুর রহমান (২০), দক্ষিণ আধার মানিক গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম রনি (২৮), লক্ষীপুর গ্রামের গোপী হরি গ্রামের শিবু (২১), একই গ্রামের রায়কমল দাসের ছেলে যাদব কুমার দাস (২৬), লক্ষীপুর জেলার রামগতি উপজেলার শিক্ষাগ্রাম গ্রামের মোঃ ওয়াজেদের ছেলে মোঃ হামীম (২০), শ্যামল গ্রামের আবু সায়েদের ছেলে মোঃ মাহমুদুল হাসান (৩২), শিক্ষাগ্রাম গ্রামের আঃ মালেকর ছেলে মোঃ রাশেদ (২২),নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামের আবুল কালামের ছেলে মোঃ রায়হান (২৭), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের ওলিউর রহমানের ছেলে মোঃ সুমন ফরাজী (২৪), নাঙ্গলকোট উপজেলার সারদাতলী গ্রামের আঃ খালেকের ছেলে মোঃ ইব্রাহীম (২৭), মদনপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে মোঃ সোহাগ (৪১), চৌদ্দগ্রাম উপজেলার খেয়াস গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে মোঃ নাছির উদ্দিন (৪৭), দক্ষিণ সান্ধ্যকরা গ্রামের আবু রশিদের ছেলে মোঃ ইকবাল হোসেন (২১), চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার হারিণতোয়া গ্রামের মৃত আব্দুর সবুরের ছেলে মোঃ জুনায়েদ হোসেন (৩১), মনিয়াবাদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ নূর ইসলাম (৩৭) ও লোহাগড়া উপজেলার ভবানীপুর গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে মোঃ নাছির (৪২)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের এই চক্রটি মূলতঃ সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে। মূলতঃ এই চক্রটি সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘটফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত অপরাধীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন