শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অপরাধীদের আইনের আওতায় আনা হবে -সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৪, ২০১৭
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
মতলব উত্তর থানার সার্ভিস ডেলিভারী সেন্টারে সোমবার বিকেলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস।
থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুকের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, আওয়ামীলীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ উল্লাহ দর্জি, আবদুল মালেক খান, পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক শামীম প্রধানসহ এলাকা বিভিন্ন স্তরের জনসাধারণ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস বলেন, সেবার মানসিকতায় কাজ করে জনগণের সাথে ভাল আচরণ করতে হবে। মাদক পাচার প্রতিরোধে পুলিশকে কঠোর অবস্থানে রয়েছে। মাদক পাচারকারী ও বিভিন্ন অপরাধ জগতের সন্ত্রাসীদের দমনে সকলের সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, অপরাধ করে কেউ রেহাই পাবে না। অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সামাজিক অপরাধ করতে পুলিশ বাহিনীকে সকলের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
ওসি আনোয়ারুল হক কামাল বলেন, মতলব উত্তর উপজেলার আইন-শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে আছে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধসহ সমাজ বিরোধী কাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয়। এ সকল কর্মকান্ড সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।

আর পড়তে পারেন