শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অন্ধকার থেকে আলোর মুখ দেখিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -মেয়র এড. ফখরুল আলম আক্কাছ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৫, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে কবির হোসেন’র সঞ্চালনায় হাবিবুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভৈরব পৌরসভার মেয়র এড. ফখরুল আলম আক্কাছ বলেন, অন্ধকার থেকে আলোর মুখ দেখিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে এই দেশের জন্ম হতো না। তাই উনার আদর্শ ও লক্ষ্যকে বাস্তবায়ন করতে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। এবং লেখাপড়ার প্রতি মনোনিবেশ করে দেশ ও জাতির কল্যাণে সকলকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। মাদক ও নেশা থেকে সকলকে দূরে থেকে সুস্থ্য ও সুন্দর জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে স্বাগত বক্তব্যে উক্ত স্কুল ও গর্ভনিং বোর্ডের সভাপতি হাবিবুর রহমান সরকার বলেন, শোকের মাসে নবীনবরণ অনুষ্ঠানে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করিনি। তিনি সকল ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাস করার অনুরোধ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীরগাঁও গ্রামের কৃতি সন্তান বিএনপি’র কেন্দ্রীয় কৃষকদলের নেতা তকদির হোসেন মোঃ জসিম, নবীনগর উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, বি.সি.আই.সি’র ডিজিএম শাহনাজ বেগম, নবীনগর থানার এস.আই হারুন, নবীনগর ডট টিভির সম্পাদক সাইদুল আলম সোরাফ, দৈনিক আজকের কুমিল্লা’র নবীনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. দেলোয়ার হোসেন প্রমূখ।

আর পড়তে পারেন