মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অগ্নিনিরোধ ব্যবস্থার অভাব ও অপচ্ছিন্নতার অভিযোগে কুমিল্লা নগরীতে ৩ টি প্রতিষ্ঠানের জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০১৯
news-image

 

ষ্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মহানগরীর ঝাউতলা এলাকায় বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাব ও অপরিচ্ছন্নতার অভিযোগে মুন হসপিটাল ,এবি ফুড ও কিং রেস্তোরা নামের ৩ টি প্রতিষ্ঠানের প্রত্যেকটিকে ১০ হাজার টাকা কওে জরিমানা করে।

জানা যায়, কুমিল্লা জেলা প্রশাসনেসর নির্বাহী ম্যাজিষ্ট্রেট এমদাদুল হক তালুকদারের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে ৫টা পর্যন্ত এক ঘন্টা নগরীর ঝাউতলা এলাকায় অভিযান চালায়। এসময় ফায়ার লাইসেন্স ও পর্যাপ্ত সেফটি ব্যবস্থা না থাকায় মুন হসপিটাল , এবি ফুড কে ১০ হাজার টাকা করে এবং একই এলাকায় কিং রেস্তোরা নামের একটি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন করার কারণে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আর পড়তে পারেন