শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অগ্নিকাণ্ডে আহতদের রক্ত দিতে সাব্বিরের আহ্বান

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :

রাজধানী বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি ইউনিট। অনেকেই হতাহত হয়েছে। এই ঘটনায় ব্যথিত জাতীয় দলের ক্রিকেটারও। আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। আহতদের রক্ত দিতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি।

নিজের ফেসবুকে পেজে হতাহতদের জন্য দোয়া চেয়ে চেয়েছেন সাব্বির। এর কিছুক্ষণ পর আরেকটি স্ট্যাটাসে আহতদের রক্ত দিতে মানুষদের এগিয়ে আসারও অনুরোধ করেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রথম পোস্টে সাব্বির লিখেছেন, ‘আবারও আগুন, হাজার হাজার মানুষ আটকা পড়েছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।’

পরবর্তী স্ট্যাটাসে লিখেছেন, ‘আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।’

এর আগে সবাইকে রক্ষার জন্য মহান আল্লাহর সহায়তা চেয়ে স্ট্যাটাস দেন তারকা পেসার রুবেল হোসেন। তিনি লেখেন, ‘ঢাকা বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।’

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় এফ আর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এর ব্যাপকতা বাড়ে এবং ১১ তলা পর্যন্ত। টাওয়ারের ভেতরে অসংখ্য লোকজন বন্দি আছেন। উদ্ধারে কাজ করছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আহত হয়েছে অনেক মানুষ। আহতদের কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে।

আর পড়তে পারেন