বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অক্সিজেন সিলিন্ডার রিফিলের সময় কুমেক হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকান্ড

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৪, ২০২১
news-image

 

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন সিলিন্ডার রিফিলের কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কক্ষের জানালার কাচগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তেমন ক্ষতি হয়নি।

শনিবার (১৪ আগষ্ট) দুপুর দেড়টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় করোনা ইউনিটের রোগি ও আত্মীয়-স্বজনরা দৌড়াদিড়ে করে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। তবে কারো কোন ক্ষতি হয়নি।

কুমেক হাসপাতাল সূত্র জানায়, এই অক্সিজেন সিলিন্ডার কক্ষটি আবুল খায়ের গ্রুপের তত্ত্বাবধানে রয়েছে। করোনা রোগিদের অক্সিজেন সরবরাহের জন্য এই অক্সিজেন সিলিন্ডার রিফিলের কক্ষটি স্থাপন করা হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো: আখতারুজ্জামান জানান, অক্সিজেনের সিলিন্ডার রিফিল করার সময় বাল্ব জালানোর পর পাইপ উত্তপ্ত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সাথে সাথে ৫/৬ মিনিটের মধ্যে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়।তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাইপ কেন মাত্রাতিরিক্ত উত্তপ্ত হলো তা তদন্ত করে দেখা হবে।

আর পড়তে পারেন