কুমিল্লায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৮, ২০২১

ইসতিয়াক আহমেদ:
কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
আজ সোমবার বিকালে দিকে নগরীর কাপ্তান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত একজন হলেন কুমিল্লার নগরীর বিষ্ণপুর এলাকায় কামরুল হাসান (৪০)। নিহত কামরুল হাসান নগরীর সিটি প্যাথ হাসপাতালে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কামরুল নামে এক আরোহী নিহত হয়েছে। দুইটি মোটরসাইলের অতিরিক্ত গতি ছিল বলে জানান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল হক দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কামরুল নামে এক আরোহী নিহত বিষয়টি নিশ্চিত করেছেন।