বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় করোনায় প্রাণ গেল আরও ৭ জনের

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৬, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার সর্বোচ্চ আক্রান্তের দিনে সাত জনের মৃত্যু দেখল কুমিল্লা। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে পাঁচশ’ জনের।

মঙ্গলবার মৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশেন এলাকার তিনজন, আদর্শ সদর উপজেলার একজন,সদর দক্ষিণের একজন ও বরুড়ার দুইজন। এদিন ৩০৩ জনের করোনা শনাক্ত হয়। মঙ্গলবার বিকেলে কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার ৭৩৫জনের নমুনার ফল আসে। আক্রান্তের হার ৪১.২শতাংশ। আক্রান্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১০৬জন, আদর্শ সদরের ১৪জন, সদর দক্ষিণের সাতজন, ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ের ১১জন করে, চান্দিনা ও চৌদ্দগ্রামের ১৫জন করে, দেবিদ্বারের ১০, দাউদকান্দির ২৫জন,লাকসামের ২২জন, লালমাইয়ের পাঁচজন, নাঙ্গলকোটের নয়জন, বরুড়ার ২৭জন, মুরাদনগরের ১৭জন, মেঘনার তিনজন ও তিতাসের ছয়জন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫৬২জন। মঙ্গলবার সুস্থ হয়েছেন ৫২জন। জেলায় মোট সুস্থ ১২ হাজার ৩৭জন। মঙ্গলবার বিদেশগামী ৯১জনের নমুনার ফল আসে। আক্রান্ত হন চারজন।

আর পড়তে পারেন