আরব আমিরাতে ইসলাম গ্রহণ করল ৩ হাজারেরও বেশি অমুসলিম
আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৪, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ
করোনা পরিস্থিতিতে সারাবিশ্বে ধর্ম চর্চা বেড়েছে। এবার আরব আমিরাতে ৩ হাজারেরও বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দুবাইয়ের গণমাধ্যম খালিজ টাইমস এই সংবাদ নিশ্চিত করেছে।
এ বছর ৩ হাজার ১৮৪ জন ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারাল। তিনি এক ঘোষণায় জানান, করোনা পরিস্থিতির কারণে অনলাইনে এসব মানুষ ধর্মান্তরিত হয়েছেন।
ইসলামিক কালচারাল সেন্টারটির ডিরেক্টর হিন্দ মোহাম্মদ লুতাহ জানান, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ভিন্ন বিশ্বাসীদের মধ্যে ইসলামের মহান নীতিগুলো ছড়িয়ে দেবে।