শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ অক্টোবর থেকে ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা নিষিদ্ধ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৮, ২০১৯
news-image

মাসুদ হোসেন,চাঁদপুর:
বুধবার ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২দিন চাঁদপুরের পদ্মা- মেঘনায় ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এই সময়ে ৮০ শতাংশ মা ইলিশ ডিম পাড়ে। এসব মা ইলিশ মূলত মিঠাপানিতে ডিম পাড়ে। তাই আশ্বিনের পূর্ণিমার চারদিন আগে এবং পরের ১৮ দিন মোট ২২ দিন দেশের উপকূলীয় অঞ্চল, নদীর মোহনাসহ যেসব জেলা ও নদীতে ইলিশ পাওয়া যায়, সেখানে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে।

এবারের ভরা মৌসুমে সাগর ও মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়েছে। এতে চাঁদপুরে ইলিশের পাইকারি মোকামগুলো বেশ জমজমাট হয়ে ওঠে। মূলত দক্ষিণের সাগর ও মোহনায় ধরা পড়া এবং চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশই এ মোকামে বিপণন হয়। তবে মা ইলিশ ডিম ছাড়বে তাই আগামী ২২ দিন (৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত) মাছ ধরা ও বিক্রি বন্ধ থাকবে। এতে কিছুটা ক্ষতির মুখে পড়বে বলে মোকামিরা জানান।

আর পড়তে পারেন