শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ বলে টানা ৭ ছক্কা মেরে রেকর্ড বুকে মাকরান্দ পাতিল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৭, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্ক :

৬ বলে অনেকেরই টানা ৬ ছক্কা মারার নজির আছে। তবে ৭ বলে টানা ৭ ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল না। এবার সেটিই করে দেখালেন মুম্বাইয়ের এক চাষির ছেলে। মাকরান্দ পাতিল-পেশায় সেলসম্যান, বয়স ২৩। এসময়ে এসে এমন বিরল ইতিহাস সৃষ্টি করলেন তিনি।

ফার্স্ট ডিভিশন টাইমস শিল্ড টুর্নামেন্টে মুম্বাইয়ের জিমখানা মাঠে ভিভা সুপারমার্কেটসের হয়ে মহিন্দ্রা লজিস্টিকসের বিপক্ষে অনন্য কৃতিত্ব দেখান পাতিল। পর পর সাত ছক্কা মেরে ইতিহাস রচনা করেন তিনি। বলা বাহুল্য, এর মধ্যে এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান এ তরুণ। সব মিলিয়ে ৭ বলে টানা ৭ ছক্কা মেরে রেকর্ড বুকে নাম তোলেন তিনি।

এক ওভারে টানা ছয়টি ছক্কা মারার রেকর্ড রয়েছে টিম ইন্ডিয়ার বর্তমান কোচ রবি শাস্ত্রী এবং তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের। এছাড়া ভারতের বাইরে স্যার গ্যারি সোবার্স, হার্শেল গিবস, অ্যালেক্স হেলস, জর্ডান ক্লার্ক, মিসবাহ-উল-হক, হজরতউল্লাহ জাজাই, উইল জ্যাকসের এ কীর্তি আছে।

সার্বিক বিচারে সবার রেকর্ড একযোগে ভেঙে দিলেন মুম্বাইয়ের অখ্যাত ব্যাটসম্যান। আট নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৬ বলে ৮৪ রান করেন তিনি।

ইতিহাস গড়ে পাতিল বলেন, পর পর চারটি মারার পর কল্পনাও করিনি আমি ওভারে ছয়টি ছক্কা মারতে পারব। তবে যখন সেটা করে ফেললাম, তখন সতীর্থদের উল্লাস দেখে রোমাঞ্চিত হয়েছিলাম। পরে যখন সাত নম্বর বলেও ছক্কা মারলাম তখন নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। এর পর থেকে প্রচুর ফোন পাচ্ছি। সবাই অভিনন্দন জানাচ্ছেন। একদিনের জন্য স্টার বনে গেছি।

আর পড়তে পারেন