শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৫০ হাজার প্রি -পেইড মিটার স্থাপন করেছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৩

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৬, ২০১৯
news-image

মোঃ কামাল হোসেন জনিঃ
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -৩ কতৃর্ক সাভারে দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রি পেইড মিটার সংযোগের কাজ। ইতিমধ্যে প্রায় ৫০ হাজার প্রি পেইড মিটার স্থাপন করা হয়েছে।বর্তমানে ঢাকা পবিস ৩ এর গ্রাহক সংখ্যা প্রায় ৩ লক্ষ ৬০ হাজার। আগামী ডিসেম্বরের মধ্যে এ সমিতির আওতায়. ১ লাখ ৩০ হাজার প্রি পেইড মিটার স্থাপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাভার উপজেলায় চলমান প্রি পেইড মিটার স্থাপন কার্যক্রম সরকারি লক্ষ্যমাত্রার আলোকে দ্রুত এগিয়ে নেওয়ার অংশ হিসেবে গত বুধবার সকালে স্থানীয় সাংসদ সদস্য ও দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও পৌর মেয়র আঃ গনি আবাসিক প্রি পেইড মিটারের কার্ড তুলে দেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ হারুনের হাতে। এই সময় আরো উপস্থিত ছিলেন সাভার শিমুল তলার ডি জি এম মোঃ মেজবাহ উদ্দিন সহ আওয়ামী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন