শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২ বছর আগে চুরি হওয়া শিশুটিকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে !

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৩, ২০১৯
news-image

 

আসিফ আকবরের ফেসবুক থেকেঃ

এই শিশুটির বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানার খলশী গ্রামে, বাগেরহাট খানজাহান আলী মাজার থেকে প্রায় ২ বছর আগে ছিনতাই হয়ে যায়। বাচ্চাটা যাদের কাছে আছে তারা তাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে। এই ছবিটি যে ভাই তুলেছেন তিনি একদিন চলার পথে ঢাকার বনানীতে বাচ্চাটিকে ভিক্ষা করতে দেখেন এবং কৌতুহল বশতঃ ছবিটি তুলে ফেসবুকে দিয়ে দেন। কিছুদিন পরে শিশুটির চাচার নজরে আসে ছবিটি এবং তিনি ফটোগ্রাফারের সাথে যোগাযোগ করেন। কিন্ত পরে বাচ্চাটিকে আর ঐ এলাকায় পাওয়া যায়নি।

এর পূর্বে বাচ্চাটিকে ঢাকার একাধিক জায়গায় ভিক্ষা করতে দেখা গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বাচ্চাটার বাবার নাম মফিবুল্লাহ। তিনি চট্টগ্রামে চাকুরী করেন এবং তিনি কোন মোবাইল ব্যবহার করেন না। সবার কাছে অনুরোধ বাচ্চাটিকে দেখলে পুলিশে জানাবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন।

অথবা নীচের নাম্বারে জানাবেন!
**বাচ্চাটার চাচা জহিরুল ইসলাম
+৮৮০১৭১১২১২০৬৮
**বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি জনাব ইকবার কবির এর নাম্বার +৮৮০১৭১১৩০৯৮৩৯

বিঃদ্রঃ বাচ্চাটি আমার গ্রামের, ঢাকায় অবস্থানরত সহৃদয়বান ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, বাচ্চাটাকে বাবা মায়ের কোলে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন এবং পোস্টটি শেয়ার বা কপি পেস্ট করে সকল বন্ধুদের জানিয়ে দিন।

শিল্পী আসিফ আকবর গীতিকার — স্নেহাশীষ ঘোষের ওয়াল থেকে স্ট্যাটাসটি নিয়েছেন।

আর পড়তে পারেন