শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪ ঘণ্টায় ৩৭৭৫ জন করোনা রোগী শনাক্ত, মৃতদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৭৭৫ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১.১২ শতাংশ। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জনে। এ পর্যন্ত শনাক্তের হার ১৯.০৩ শতাংশ।

আজ করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৪১ জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ১ হাজার ৮৮৮ জনের। মৃতদের মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী ৩ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২ হাজার ৪৮৪ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে ৬২ হাজার ১০২ জন।

বুধবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া ৬৯টি পরিক্ষাগারে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮৭৫টি (পূর্বের নমুনাসহ)। সংগ্রহ করা হয়েছিল ১৬ হাজার ৮৯৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি।

আর পড়তে পারেন