শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন বিজয় দিবস মিডিয়া ক্রিকেট ম্যাচ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
আগামী ১০ ডিসেম্বর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মুখরিত হবে কুমিল্লার মিডিয়ার কর্মরত সাংবাদিকদের ক্রিকেট খেলায়। কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন দশম বারের মত আয়োজন করতে যাচ্ছে মিডিয়া ক্রিকেট ম্যাচ। কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন বিজয় দিবস মিডিয়া ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে প্রিন্ট এন্ড অনলাইন নিউজ এজেন্সি টিম ও ইলেক্ট্রনিক্স এন্ড ক্যামেরাপার্সন টিম।

প্রিন্ট এন্ড অনলাইন নিউজ এজেন্সি টিমঃ
এ দলটি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টি ফোরের স্টাফ করেসপন্ডেন্ট ইমতিয়াজ আহমেদ জিতু । দলের অন্যান্য খেলোয়াড়রা হলেন তামজিদ হোসেন লিপু ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), খালিদ বিন নজরুল ( ডেইলি স্টার), শাহ ইমরান ( দৈনিক আজকের কুমিল্লা), রিয়াদ ওবায়েদ উল্লাহ (দৈনিক পূর্বাশা), নাসির উদ্দিন তন্ময় ( চ্যানেল বাংলাদেশ অনলাইন), মনির হোসেন ( দেশ প্রতিক্ষণ ), হাবিবুর রহমান খান ( দৈনিক বাংলার আলোড়ন), সিরাজুল ইসলাম চৌধুরী ( দৈনিক সময়ের আলো/দৈনিক ময়নামতি), মান্নান কবির ভূইয়া (সাপ্তাহিক পথিকৃত কুমিল্লা), মাহফুজ নান্টু ( দৈনিক আমাদের কুমিল্লা/ আমাদের সময় ডট কম),সৌরভ মাহমুদ হারুন ( দৈনিক যুগান্তর/দৈনিক কুমিল্লার কাগজ), এম এই মনির (দৈনিক রুপসী বাংলা) , এমদাদুল হক সোহাগ (দৈনিক রুপসী বাংলা), শামছুল আলম রাজন (কুমিল্লার বার্তা) , অমিত মজুমদার (জাগো কুমিল্লা), মহিউদ্দিন ভূইয়া (দৈনিক পূর্বাশা), আসিফ মান্না (সাপ্তাহিক মেগোতি), নেকবর হোসেন ( দৈনিক বাংলার আলোড়ন),রুবেল হোসেন ( চ্যানেল বাংলাদেশ অনলাইন), জহিরুল ইসলাম বাবু (অননিউজ টোয়েন্টি ফোর), মাহবুবুল আলম আরিফ (দৈনিক আজকের কুমিল্লা/দৈনিক মানবকন্ঠ), শরীফুল ইসলাম ( দৈনিক আজকের কুমিল্লা), মোঃ আলাউদ্দিন (দৈনিক পূর্বাশা), সেলিম সজীব ( দৈনিক আজকের কুমিল্লা),হালিম সৈকত (দৈনিক সমাজ কন্ঠ),আবুল বাশার রানা (সাপ্তাহিক জনতার বার্তা),রফিকুল ইসলাম (দুর্নীতির সন্ধানে), বিপ্লব হাসান (চ্যানেল বাংলাদেশ), আবরার আল দাইয়ান ( ডেইলি বাংলাদেশ মিরর অনলাইন),মারুফ কল্প ( দৈনিক প্রতিদিনের সংবাদ ), মোঃ আকিবুল ইসলাম হারেছ (দৈনিক কালজয়ী), রকিবুল হাসান রকি (দৈনিক সমাজকন্ঠ), সোহাগ মিয়াজী ( মুক্তির লড়াই) ।

কোচ ও ম্যানেজারঃ
মাসুক আলতাফ চৌধুরী ( দৈনিক সমকাল), নজরুল ইসলাম দুলাল (ডেইলি অবজারভার), সাদিক হোসেন মামুন ( দৈনিক ইনকিলাব), মাহবুব আলম বাবু (ডেইলি আওয়ার টাইম),দিলীপ মজুমদার (সাপ্তাহিক বির্বতন), গাজীউল হক সোহাগ (দৈনিক প্রথম আলো)।

ইলেক্ট্রনিক্স এন্ড ক্যামেরাপার্সন টিমঃ
তাওহীদ হোসেন মিঠু ( মোহনা টিভি), কাজী এনামুল হক ফারুক ( চ্যানেল একাত্তর), সাইফ উদ্দিন রণী (মাই টিভি), আনোয়ার হোসেন ( বৈশাখী টিভি), সেলিম রেজা মুন্সি (জিটিভি), দেলোয়ার হোসেন আকাঈদ (এশিয়ান টিভি), জাহাঙ্গীর আলম ইমরুল ( মাছরাঙ্গা টিভি), আশিকুর রহমান সোহেল (এমটিভি), মোঃ আজিজুল হক (এশিয়ান টিভি), আবু মুসা ( এসএ টিভি), আতিক (চ্যানেল টোয়েন্টি ফোর), জাহিদুর রহমান (চ্যানেল টোয়েন্টি ফোর), দেলোয়ার হোসেন জাকির (জয়যাত্রা ),আশিকুর রহমান আশিক ( জাগরণী টিভি), তারিকুল ইসলাম শিবলী (চ্যানেল নাইন), তানভীর দিপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আরিফ মজুমদার (বাংলা টিভি), শাকিল মোল্লা (দীপ্ত টিভি), সৈয়দ আহসান হাবিব পাখি (আনন্দ টিভি), এইচ এম মহিউদ্দিন (জয়যাত্রা/ মেঘনা টিভি), সালাউদ্দিন সুমন (আরটিভি), সুমন কবির ভূইয়া (জয়যাত্রা), সাইফুল সুমন (পথিকৃত কুমিল্লা), সোহরাব সুমন (আরটিভি), সাকিব আল হেলাল (আনন্দ টিভি),জ্যাকি ( যমুনা টিভি), হাসান ফরহাদ (কুমিল্লা টোয়েন্টি ফোর), ফয়সল আহমেদ (বিটিভি),নুর ইসলাম (দৈনিক ডাক প্রতিদিন), তুহিন আহমেদ (দৈনিক বাংলার আলোড়ন) ।

কোচ ও ম্যানেজারঃ
হুমায়ন কবীর রণি (একুশে টিভি), খায়রুল আহসান মানিক (এটিএন বাংলা), ওমর ফারুকী তাপস (সিটিভি নিউজ), গোলাম কিবরিয়া (আরটিভি), এম এ বাশার খান (মোহনা টিভি), সাইয়িদ মাহমুদ পারভেজ (বাংলা ভিশন), এম ফিরোজ (দেশ টিভি)।

আর পড়তে পারেন