শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনা ৭ এপ্রিল পর্যন্ত লকডাউনের আওতায়

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২, ২০২০
news-image

হোমনা  প্রতিনিধি:

সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইণ নিশ্চিতে ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত  করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোমনা উপজেলায় লকডাউন আরোপ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা স্বাক্ষরিত এক আদেশে ০১ এপ্রিল বুধবার থেকে ০৭ এপ্রিল মঙ্গলবার সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে ।

সরকারি-বেসরকারি হাসপাতাল এবং ওষুধের ফার্মেসি ব্যতীত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বিশ্বব্যাপী এবং আমাদের দেশে করোনা ভাইরাসের প্রভাব ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয় ।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, এরপরও যদি নিয়ন্ত্রণ না করা যায়, দেশ ও জনগণের স্বার্থে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হবে।এ কাজে সমাজের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি ।

আর পড়তে পারেন