বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় ৫ দিনব্যাপী অমর একুশে বই মেলা শুরু

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০২০
news-image

মোঃ, আতিক,হোমনাঃ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে কুমিল্লার হোমনায় গণপাঠগারের উদ্যোগে ৫ দিনব্যাপী অমর একুশে বই মেলা শুরু হয়েছে। এ মেলা ২১-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে ফিতা কেটে,বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া , হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান খন্দকার, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, উপজেলা যুবলীগের আহবায়ক মো. নজরুল ইসলাম খন্দকার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, হোমনা গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবদুস সালাম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ মেলায় উপস্থিত ছিলেন।

বই মেলায় মোট ১৪ টি স্টলে হোমনার সাহিত্যিক ,গীতিকার ও কবি আহমেদ উল্লাহর রচিত ‘তুলসি ঘাটের বৃত্তান্ত’, শর্মি ভৌমিকের ‘প্রেমে পূর্ণতা’, কবি ও সাহিত্যিক বাসার তাসাউফের ‘মা সেজে পরি’ এসেছিল, আমিনুল ইসলামের ‘শতবর্ষে শেখ মুজিব’, আমান উল্লাহ চৌধুরীর ‘অচিন মানুষ’বইসহ বিভিন্ন বিখ্যাত লেখকের বই মেলায় পাওয়া যাবে । পরে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আর পড়তে পারেন