শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় সাপের কামড়ে একজনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০১৭
news-image

মো. শাহ আলম, হোমনা ঃ
কুমিল্লার হোমনায় সাপের কামড়ে জয়নাল আবেদিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। বুধবার (১৬ আগষ্ট) সকালে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হয়। স্বজনরা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মেয়ে ইয়াসমিন আক্তার জানায়, গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বাবা সকালে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায়। হঠাৎ একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দিয়ে পেঁচিয়ে ধরে। পা থেকে সাপটি ঝেরে ফেলে দেওয়ার পর ছোবল তুলে আবারও কামড় বসায়, এমনিভাবে তিন তিনবার একই সাপে কাটার শিকার হন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ খান জানান, রোগিটি আগেই মারা গিয়েছিলেন। তবে সাপে কাটার পূর্ণ চিকিৎসা আমাদের হাসপাতালে নেই। কোনো রোগী আহত অবস্থায় এলে নিশ্চিত হয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

আর পড়তে পারেন