মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় নৈশপ্রহরীকে বেধে মহিলা কলেজে চুরি

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১, ২০১৭
news-image

 

হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা যেন চোরের স্বর্গরাজ্যে পরিণত হতে চলেছে! উপজেলা পরিষদ, অফিস, বাজার ঘরবাড়িতে চুরির অহরহ ঘটনায় দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় কাটছে উপজেলাবাসীর প্রতিটি দিন।

বুধবার রাতে রেহানা মজিদ মহিলা কলেজের নৈশপ্রহরীকে বেধে রেখে দুর্ধর্ষ চুরির ঘটনায় এমনটাই মনে করছে সাধারণ মানুষ। ওই দিনগত রাতের যে কোনো এক সময় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। ব্যাপারে বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা যায়, কলেজের নৈশ প্রহরীকে বেধে রেখে অধ্যক্ষের কার্যালয়, টিচার্স মিলনায়তন অফিস কক্ষের তালা ভেঙ্গে এক লাখ বাইশ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান জানান, তিনটি কক্ষের তালা ভেঙ্গে চোর ভেতরে ঢুকে একটি প্রজেক্টর, দুইটি ল্যাপটপ, গ্রামীণ সিমসংযুক্ত একটি মডেম নগদ সাড়ে হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সময় তিনটি স্টিলের আলমিরা, একটি কম্পিউটার টেবিলের ড্রয়ার ভেঙ্গে ভেতরের প্রয়োজনীয় জরুরী কাগজপত্র তছনছ করে এলোমেলোভাবে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে গেছে

আর পড়তে পারেন