শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় নিখোঁজ স্কুল শিক্ষিকার সন্ধান মেলেনি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১০, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কিশোরী বালাধর (৫০) নিখোঁজের দুই দিনেও সন্ধান মেলেনি।

ব্যক্তিগত জীবনে চির কুমারী কিশোরী বালাধরের বোনের ছেলে নন্দন ধর বলেন, ‘ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে হোমনা সদরের বাসা থেকে পার্শ্ববর্তী তিতাস নদীতে গোসল করার কথা বলে বের হন তিনি। এরপর সকাল সাড়ে দশটায় স্কুলে যাওয়ার সময় পার হয়ে গেলেও তিনি বাসায় ফিরে না আসায় আমরা নদীর ঘাটে যাই। নদীর ঘাটেও কেউ তার সন্ধান দিতে পারে নাই। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করি।’

তিনি জানান, আজ শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত নদীতে জাল ফেলে এবং ডুবুরি দিয়েও অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। তাতেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

হোমনা থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী বলেন, ‘শিক্ষিকা নিখোঁজের ঘটনায় শিক্ষিকার ভাই রবীন্দ্র ধর বাদী হয়ে বৃহস্পতিবার থানায় জিডি করেছেন। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’ নিখোঁজ স্কুল শিক্ষিকা কিশোরী বালাধর উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মৃত অনাথ সূত্রধরের মেয়ে।

আর পড়তে পারেন