শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৩, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল :

কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে গীতাযজ্ঞ, পূজাঅর্চনা, হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞ অনুষ্ঠিত হয়। ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করেন।

শুক্রবার (২৩ আগষ্ট) দুপুর থেকে ব্যানার ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে উপজেলা সদরের গোপাল জিউর আখড়ায় জমায়েত হয়। বিকাল ৩ টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু চন্দন লাল রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো.ফজলে রাব্বী, পৌর মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম প্রমূখ ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস, ও সহ-সভাপতি যুগল কিশোর ভৌমিক,অসিত লাল পোদ্দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী উৎপল কুমার ভৌমিক ও সাংগঠনিক সম্পাদক অঞ্জন কুমার সাহা,হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি কামাল উদ্দিন মাষ্টার,হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আব্দুস সালাম ভূইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, যুবলীগ নেতা জহিরুল ইসলাম কিশোর, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুবল,সেক্রেটারী মো. শাহজাহান সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের বিষ্ণুলাল পোদ্দার, রতন চন্দ্র পোদ্দার, বীণা রানী সাহা, মন্টু চন্দ্র পোদ্দার,দীলিপ দেব, খোকন চন্দ্র সাহা, শান্তি রঞ্জন সাহা, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ সহ সনাতন ধর্মের সহস্রাধিক লোক এ সময় উপস্থিত ছিলেন ।

পরে প্রধান অতিথি সেলিমা আহমাদ মেরী এমপির নেতৃত্বে বিশাল মঙ্গল শোভা যাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ।

আর পড়তে পারেন