বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হাজীগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে লক্ষ্মী পূজা পালিত হচ্ছে

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৫, ২০১৭
news-image

সুজন দাস ॥
হাজীগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা প্রতিটি বাংঙ্গালী ঘরে ঘরে উদযাপিত হয়েছে। আরাধনার মাধ্যমে ধন সম্পদেরক সুন্দর ভাবে পরিচালনা লক্ষ্যে এ দেবীকে স্মরণ করেছে বিভিন্ন আর্চনা করে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এ প্রধান উৎসবকে ঘিরে বাংলার প্রতিটি ঘরে ঘরে ছিলে ধর্মীয় আমেজ। পঞ্চমী পূনীমার এই দিনে দেবী পৃথিবীকে আলো ধারা নিয়ে দেবী আসেন এ দিনেই। প্রতিবছর হিন্দুদের বড় পূজার পরে এই আশিন মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী ল´ী দেবীর আবাহন করা হয়। ঢাক-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠে পরো চাঁদপুর জেলাসহ সারাদেশের বিভিন্ন পূজা মন্ডপ। ল´ী পূজা অনেক বাড়িতে বড় প্রতিমার পূজা করে থাককে এ পূজাকে কেন্দ্র হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে ও বলাখাল সহ চাদপুরে বিভিন্ন স্থানে দর্র্শরা মেলা আয়োজন করে থাকেন। ঐশ্বর্যদায়িনী, সম্পদের , জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়।
এই বছর প্রতিমা স্থাপনের মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দেবীর অর্চনা করে ধন সম্পদ কে কল্যাণকামী হওয়ার প্রার্থনা করে গৃহিনীরা।

আর পড়তে পারেন