মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাজীগঞ্জে বোরকা পরার অপরাধে আধাঁঘন্টা খাতা আটক রাখার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০১৭
news-image

সুজন দাস, হাজীগঞ্জ ঃ
সারা দেশ ব্যাপী চলছে জেএসসি ও জেজিডি পরিক্ষা। তাই ধারাবাহিকতায় হাজীগঞ্জ উপজেলায়ও স্কুল, মাদ্রাসাসহ মোট ১১টি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সব কটি কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিক্ষা অনুষ্ঠিত হলেও চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনেকটাই ব্যতিক্রম ভাবে পরিক্ষা নিচ্ছেন কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীগঞ্জ পিটিআইয়ের ইন্সট্রাক্টর মো. সফিকুল ইসলাম। তিনি পরিক্ষার প্রথম দিন থেকেই বোরকা পরা পরিক্ষার্থীদের বিভিন্ন ভাবে নাজেহাল করছে বলে অনেক পরিক্ষার্থী তাদের অভিভাবদের অভিযোগ করেছে।
পরিক্ষার ২য় দিন বাংলা ২য় পত্র পরিক্ষা চলাকালীন এ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কেন্দ্রের বিভিন্ন হলে গিয়ে যে সমস্ত পরিক্ষার্থীদের পরনে বোরকা ছিলো তাদের পরিক্ষার খাতা হল পরিদর্শকদের তুলে নিয়ে কাউকে ১০ মিনিট কাউকে ১৫ মিনিট আবার কাউকে আধাঘন্টা পরে খাতা দেয়ার নির্দেশ দেন।
রবিবার ইংরেজী প্রথম পত্র পরিক্ষা দিতে আসা পরিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আলোচনা করলে এ নিয়ে পরিক্ষার কেন্দ্রে এবং কেন্দ্রে বাহিরে সচেতন অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বোকরা পরা দুই পরিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমরা বোকরা পরে স্কুলেও যাই। কিন্তু আমাদের জেএসসি পরিক্ষার কেেেন্দ্র বোরকার কারণে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ২০ মিনিট খাতা আটক করে রাখার নির্দেশ দেন। এ কারনে আমাদের পরিক্ষা তেমন একটা ভালো হয়নি।
জানতে চাইলে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব মুফতি আব্দুর রউফ বলেন, এ কাজটি মোটেও ঠিক হয়নি, এটি আমাদের ধর্মের উপর আঘাত এনেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও এ পরিক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. শাহ আলী রেজা আশরাফী জানান, এ বিষয়টি আমি শুনেছি । ১৫/২০ মিনিট খাতা আটকে রাখা উচিৎ হয়নি। বোরকা পরা পরিক্ষার্থীদেরকে প্রথমে সর্তক করা দরকার ছিলো।
সহকারী কেন্দ্র সচিব আবুল কাশেম জানান, যখন এ ঘটনাটি ঘটেছে তার পরবর্তীতে আমি শুনেছি। পরিক্ষার হলে ইউনিফর্ম পরে আসতে হবে তা কোনো বাধ্যতামূলক নয়। আর যে কাজটি করেছে তা অত্যান্ত দুঃখজনক।
অভিযুক্ত পরিক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও আলীগঞ্জ পিটিআইয়ের ইন্সট্রাক্টর মো. সফিকুল ইসলাম জানান, আমি পরিক্ষার্থীদেরকে ইউনির্ফম পরে আসার জন্য বলছি। পরিক্ষার খাতা আটকের বিষয়টি তিনি এড়িয়ে যান।
হাজীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বৈশাখী বড়–য়া বলেন, বোরকা পরে আসার জন্য যদি পরিক্ষার্থীদের খাতা আটকে রাখা হয় তা হলে এটি মোটেও ঠিক হয়নি। আমি পরিক্ষার হলে গিয়ে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

আর পড়তে পারেন