শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচর উত্তর গন্ডামারা সপ্রাবি বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৮, ২০১৮
news-image

বিএম ইসমাইলঃ
হাইমচর উপজেলার ৫৯ নং উত্তর গন্ডামারা সপ্রাবি বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনকালে প্রধান অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা স্বেচ্চাসেবকলীগ আহবায়ক মোঃ আঃ ছাত্তার গাজী বলেন , আওয়ামীলীগ বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর দেশে শিক্ষার মান উন্নয়ন হয়েছে। তার নেতৃত্ব শিক্ষার্থীরা বছরের প্রথম সপ্তাহ নতুন বই তুলে দিয়েছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা জাতি গঠন ও সু নাগরিক হতে সহয়তায় করে।

২৮ ফেব্রুয়ারী বিকেল ৩টায় হাইমচর উপজেলার উত্তর গন্ডামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আলী আশ্ররাফ, ম্যানেজিং কমিটির সদস্য আমিন গাজী, রুজিনা , মাওঃ মোঃ হাসান. সহকারী শিক্ষিকা মনোয়ার বেগম, আয়শা বেগমপ্রমখ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় তনু মিজি,সুলতান বেপারী, আহসান উল্লা মিজি, আলমগীর বেপারীসহ বিদ্যালয়ের অভিভাবক, প্রাত্তন ছাত্র-ছাত্রী সহ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। এছাড়া প্রতি বছরের ন্যায় এ বারও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করেন।

আর পড়তে পারেন