শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচরে মেঘনায় অভিযানের ১ম দিনে ২ হাজার মিটার জাল জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২, ২০১৮
news-image

বিএম ইসমাইলঃ
২ মাস অভয়শ্রমের ১ম দিনে হাইমচরের মেঘনায় অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা ট্রান্সফোর্স কমিটির যৌথ অভিযানে এ জাল জব্দ করা হয়।

হাইমচর উপজেলা ট্রান্সফোর্স কমিটি সভাপতি উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশিদ, হাইমচর কোষ্টগার্ড অফিসার ওহেদুজ্জামান, নীলকমল নৌপুলিশ পাড়ি আইসি মোঃ আঃ রহমান যৌথ অভিযানে ১ মার্চ বিকেল ৪টা থেকে সন্ধা৭টা পর্যন্ত মেঘনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে তেলির মোড় নদীর পাড়ে উপজেলা নির্বাহি অফিসারসহ কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

আর পড়তে পারেন