শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচরে মানবতার হাসি সমাজ কল্যান সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১২, ২০১৮
news-image

বিএম ইসমাইলঃ
জীবন দিয়ে জীবন নয়, রক্ত দিয়ে জীবন জয়’’ এ শ্লোগানকে সামনে নিয়ে হাইমচরের উদিয়মান তরুনদের সংঘঠন মানবতার হাসি সমাজ কল্যান সংঘের উদ্যোগে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় হাইমচর প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরন পূর্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মাসুম বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনের মাধ্যমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন অত্যান্ত প্রশংসনীয়। তিনি বলেন, সমাজের প্রত্যক বিত্তবানদের উচিত সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো। মানবতার হাসি সমাজ কল্যান সংঘ শীতবস্ত্র বিতরনসহ রক্তদান এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে জেনে আমি সত্যিই আনন্দিত। এ সংঘটনের যে কোন প্রয়োজনে আমি সার্বিক সহযোগীতা করবো।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা মোঃ হাবিবুর রহমান তালুকদার, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন। এসময় সংগঠনের সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারন সম্পাদক হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে এ সংগঠনের প্রায় ৪০ জন সদস্যের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ পরিচালিত হয়ে আসছে।

আর পড়তে পারেন