শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচরে নীলকমল নৌ-পুলিশের মেঘনায় অভিযানে ৬ জেলে আটক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০১৮
news-image

বিএম ইসমাইলঃ
হাইমচর উপজেলায় ইলিশ রক্ষা অভিযানে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমানের নির্দেশে উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমান ও নীলকমল নৌ-পুলিশের আইসি এসআই আঃ রহমানর ও যৌথ সঙ্গীও ফোর্স মেঘনায় অভিযান পরিচালনা করে ৬ জেলেকে আটক ও ১লক্ষ মিটার কারেন্ট জাল, ২০০ কেজি মাছ এবং ২টি নৌকা জব্দ করেন।
জব্দকৃত জাল তেলিমোড় মাছ ঘাটে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। উপজেলা নির্বাহি ম্যাজেট্রেট আটককৃত ৬ জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়।

১০ এপ্রিল হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনায় অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ জেলার ৬ জেলেকে আটক করে।

এব্যাপারে নীলকমল নৌ-ফাড়ির আইসি মোঃ আঃ রহমান জানন মেঘনা প্রতিদিন অভিযান চলমান রয়েছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তাবায়নের জন্য বাংলাদেশ নৌ-পুলিশ অন্তত্য সক্রিয় রয়েছে। কোন জেলে নদীতে ফেলে তাদের কে ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তি ব্যবস্থা করে উপজেলা প্রশাসন , মৎস্য অধিদপ্তর কে সহযোগিতা করা।

আর পড়তে পারেন