শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হলিউড তারকাদের হারালেন অক্ষয় ও সালমান!

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৮, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শীর্ষ ১০ অভিনেতার তালিকায় স্থান পেলেন বলিউডের দুই সুপারস্টার অক্ষয় কুমার ও সালমান খান। এই দৌড়ে হলিউড তারকাদের অনেকে হেরে গেছে তাদের কাছে।

২০১৭ সালের জুন থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত আয় হিসাব করে তালিকাটি তৈরি করেছে আমেরিকার ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস।

উপার্জনের দিক দিয়ে অক্ষয় কুমার আছেন ৭ নম্বরে। তার ব্যাংকে ঢুকেছে ৪ কোটি ৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩৩৭ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৭৫০ টাকা! এগুলো এসেছে ‘টয়লেট-এক প্রেম কথা’ ও ‘প্যাডম্যান’ ছবির পাশাপাশি টাটা ও এভরিডেসহ ২০টি পণ্যের মডেলিং থেকে। ৫০ বছর বয়সী এই অভিনেতার নিচে আছেন হলিউড তারকা অ্যাডাম স্যান্ডলার ও ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত ক্রিস ইভান্স।

তালিকায় সল্লু জায়গা করে নিয়েছেন ৯ নম্বরে। তার আয়ের পরিমাণ ৩ কোটি ৮৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩২০ কোটি ৯৮ লাখ ৭৯ হাজার ৭৫০ টাকা! ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি ছাড়াও সুজুকি মোটরসাইকেল, ক্লোরমিন্ট চুইংগামসহ বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হয়ে দু’হাত ভরে পারিশ্রমিক পেয়েছেন ৫২ বছর বয়সী এই তারকা।

২০১৮ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার তালিকায় শীর্ষে আছেন মার্কিন তারকা জর্জ ক্লুনি। তার আয় হয়েছে ২৩ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯৯২ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা!

এর আগে এ বছরের গোড়ার দিকে ফোর্বসের দৃষ্টিতে শীর্ষ ১০০ পারিশ্রমিক পাওয়া বিনোদনদাতার তালিকায় অক্ষয় কুমার ৭৬ নম্বরে ও সালমান খান ছিলেন ৮২ নম্বরে।
এদিকে বলিউডে ১০০ কোটি রুপির ক্লাবে সালমানের সর্বোচ্চ ১৩টি ছবি রয়েছে। তারপরেই আছে অক্ষয়ের ৯টি ছবি। সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয় অভিনীত ‘গোল্ড’।

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ১০ অভিনেতা-
১. জর্জ ক্লুনি (২৩ কোটি ৯০ লাখ ডলার)
২. ডোয়াইন জনসন (১২ কোটি ৪০ লাখ ডলার)
৩. রবার্ট ডাউনি জুনিয়র (৮ কোটি ১০ লাখ ডলার)
৪. ক্রিস হেমসওর্থ (৬ কোটি ৪৫ লাখ ডলার)
৫. জ্যাকি চ্যান (৪ কোটি ৫৫ লাখ ডলার)
৬. উইল স্মিথ (৪ কোটি ২০ লাখ ডলার)
৭. অক্ষয় কুমার (৪ কোটি ৫ লাখ ডলার)
৮. অ্যাডাম স্যান্ডলার (৩ কোটি ৯৫ লাখ ডলার)
৯. সালমান খান (৩ কোটি ৮৫ লাখ ডলার)
১০. ক্রিস ইভান্স (৩ কোটি ৪০ লাখ ডলার)

আর পড়তে পারেন