শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সড়ক দূর্ঘটনায় দেবিদ্বার বিএনপির সভাপতি এড. ফরিদ নিহত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৪, ২০১৯
news-image

 

আশিকুর রহমান আশিকঃ
ঈদ শেষে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফরিদ উদ্দিন আহম্মেদ (৭০) ও তার দেড় বছর বয়সী নাতনী মাসকুরা আক্তার নিহত হয়েছেন।

এ সময় তার সহধর্মিনী লুৎফর নাহার (৫৫), ছেলে মামুনুর রশিদ (৪০), ছেলের বউ ফাহমিদা সুলতানা (৩৩) এবং গাড়ীর ড্রাইভার গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৩ আগষ্ট) রাত সোয়া ৮টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় এড. ফরিদের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় নিহতের
স্ত্রী ও ছেলেকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস
উদ্দিন জানান, দেবিদ্বারের মোহাম্মদপুর গ্রামে ঈদ-উল আযহা উদযাপন শেষে
এড.ফরিদ পরিবারের ৫ সদস্য নিয়ে একটি মাইক্রোবাসযোগে ঢাকায় ফিরছিলেন।
তাদের বহনকারী গাড়িটি মহাসড়কের ভবেরচর এলাকায় পৌছলে ট্রাক চাপায় তাদের
মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার ছেলের মেয়ে মাসরুকা
আক্তার নিহত হন। এ সময় মারাত্মক আহত হন এড ফরিদ, তার স্ত্রী ও ছেলে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় নেয়ার পর রাত সোয়া ৮টার দিকে স্কয়ার
হাসপাতালে মারা যান এড. ফরিদ। আশংকাজনক অবস্থায় নিহতের স্ত্রী ও ছেলেকে
ঢামেকে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীসহ দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।

 

আর পড়তে পারেন