বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাস্থ্যসেবার মান না থাকায় কুমিল্লায় ৩ হাসপাতালকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৯, ২০১৯
news-image

 

শাহ ইমরান/মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানম এর নেতৃত্বে কুমিল্লা শহরের হসপিটালসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি হসপিটালকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

০১. মেট্রোপলিটন মডেল হসপিটালকে ব্লাড গ্রুপের রিপোর্ট ভুল প্রদান, হসপিটালের পরিবেশ নোংরা ও মূল্য তালিকা আংশিক থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং প্যাথলজিস্টকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

০২. কুমিল্লা এপোলো হসপিটালে ভুয়া ডাক্তার বসানো এবং সরকারি কাজে বাধা প্রদান করায় মালিককে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৭ ও ১৮৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

০৩. কুমিল্লা ট্রমা সেন্টারে মূল্য তালিকা না থাকায়, প্যাথলজির পরিবেশ নোংরা এবং জেনারেটরের কারণে শব্দ দূষণের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ও ৫৩ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন।

আর পড়তে পারেন