বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্পেনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশিরা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৫, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :

স্পেনের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিরা প্রচারে নেমেছে। এ উপলক্ষে রোববার শহরের রামলা দে রাভাল এ প্রার্থী পরিচয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ২৮ এপ্রিল স্পেনে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাতালোনিয়ার স্থানীয় রাজনৈতিক দল এসকেররা রেপুবলিকানা দে কাতালোনিয়ার ইআরসি দলের বাংলাদেশ সমন্বয়ক সালেহ আহমেদের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগামী নির্বাচনে কাতালোনিয়ার লোকাল পার্টির ইআরসির পক্ষে সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচয় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির অভিবাস ও নাগরিকত্ব বিভাগের সচিব ওরিয়ল আমোরোস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দলটির নাগরিকত্ব বিভাগের সভাপতি নুরিয়া কাম্পস্, শ্রম ও সামাজিক-পরিবারবিষয়ক মন্ত্রী চাকির ওমরানি, দলের সিউতাদ ভেইয়া ডিস্ট্রিকের সভাপতি মারিনা গাসোল, এসকেররা রেপুবলিকানা দে কাতালোনিয়া পার্টির সাবেক সংসদ সদস্য ও বর্তমান প্রার্থী রবার্ট মাসি নাহার ও বার্সেলোনা মিউনিসিপাল সিটির সিউতাদ ভেইয়ার সভাপতি মার্ক বোররাস বাতায়া প্রমুখ।

বাংলাদেশিদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন দলটির বাংলাদেশ সমন্বয়ক সালেহ আহমেদ, দলের সিনিয়র সদস্য আলাউদ্দিন হক নেসা, জাহাঙ্গীর আলম, শাহ আলম স্বাধীন, সজীব মার্টিন, এখলাছ মিয়া, জুয়েল হোসেন প্রমুখ।

সভায় নির্বাচনে প্রার্থীরা বাংলাদেশিদের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। আগামী নির্বাচনে বাংলাদেশিদের সহযোগিতাকে অনেক উৎসাহব্যঞ্জক ও ইতিবাচক হিসেবে দেখছেন বলে বর্ণনা করেন তারা।

আর বাংলাদেশিদের পক্ষে বক্তারা আগামী নির্বাচনে প্রার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসী বাংলাদেশিরা যাতে বিভিন্ন ক্ষেত্রে দলটির সহযোগিতা পায় সেটা প্রত্যাশা করেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আর পড়তে পারেন