শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি আরবে শিক্ষা অফিসে গুলি, নিহত ৬

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১২, ২০১৬

goli
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জাজান প্রদেশে শিক্ষা বিভাগের একটি অফিসে ঢুকে অন্তত ছয়জনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন প্রত্যন্ত আদ দাইর এলাকায় বৃহস্পতিবারের ঘটনায় আহত হয়েছে আরও দুজন ।

এলাকাটি ইয়েমেন সীমান্তের কাছে। সৌদি আরব ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলায় নেতৃত্ব দিয়ে আসছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সৌদি আরবে ইসলামিক স্টেটের (আইএস) বেশ কয়েকটি হামলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর তুর্কি জানিয়েছেন, কর্তৃপক্ষ এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে। হামলার পর এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে হামলাকারীকে প্রথমে শিক্ষক হিসেবে উল্লেখ করা হলেও কর্তৃপক্ষ পরে জানিয়েছে সে শিক্ষক নয়। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কেও পরিষ্কার কিছু জানা যায়নি। হামলাকারীর পরিচয় জানা না গেলেও সে ওই কার্যালয়ে কর্মরত নয় বলে জানানো হয়েছে। তবে ওই কার্যালয়ের সঙ্গে তার ব্যবসায়িক সর্ম্পক থাকতে পারে।
তার পরিচয় জানা না গেলে তিনি যে ওই কার্যালয়ে কর্মরত নয় তা নিশ্চিত। ওই কার্যালয়ের সঙ্গে তার ব্যবসায়িক সর্ম্পক থাকতে পারে।

তথ্যসূত্র : বিবিসি ও আলজাজিরা

আর পড়তে পারেন