শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদিতে কারফিউ আইন অমান্য করলে জেল জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০২০
news-image

সালাউদ্দিন সোহেল,সৌদি আরবঃ

আজ সন্ধ্যা হতে পরবর্তী ২১ দিনের জন্য সৌদি আরবে কারফিউ তথা সান্ধ্য আইন জারি করা হয়েছে। এ নির্দেশনার ফলে সন্ধা সাত টা হতে সকাল ছয়টা পর্যন্ত বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে। আইন কার্যকরের জন্য পুরো সৌদিতে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে মর্মে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।

এই সময়ে ঘরের বাইরে বের হলে প্রথমবারের জন্য ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। পুনরায় আইন ভংগের দরুন জরিমানার পরিমাণ দ্বিগুন হবে, এরপরেও যদি কেউ আইন অমান্য করে বের হয় তাহলে অনুর্ধ্ব বিশ দিনের কারাদণ্ড প্রদান করা হবে। এছাড়া আইন অমান্যের অপরাধে বিদেশী কর্মীদের ডিপোর্ট করাও হতে পারে।

এদিকে সৌদিআরবে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫১ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৬২ জনে। আক্রান্ত ৫১ জনের মধ্যে ১৮ জন রিয়াদে, ১২ জন মক্কায় । তবে নতুন কোন বাংলাদেশীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

আর পড়তে পারেন